গতকাল বুধবার সন্ধ্যায় আয়ারল্যান্ডের সোর্ডস মসজিদের ইসলামিক কালচারাল সেন্টারে আয়ারল্যান্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলের আয়োজন করেন স্বর্ডসে বসবাসরত আয়ারল্যান্ড বিএনপি নেতা মীর মোহাম্মদ হাবিবুর রহমান, শরিফুল আলম ভূঁইয়া জেনন ও আব্দুর রহিম ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়ারল্যান্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জাকারিয়া প্রধান, আব্দুল জলিল, বিএনপির বিশিষ্ট নেতা ও সমাজসেবক ইমরান শুভ, মোহাম্মদ শুয়েব হুসেন, সাফায়েত অনয়, আরিফ আহমেদ, আব্দুল হালিম, তরুণ আহমেদ, মোকসুদ আহমেদসহ আরও অনেকে।
দোয়া পরিচালনা করেন জুবায়ের হুসেন। বক্তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তাঁর সুস্থতা শুধু বিএনপির নয়, বরং সমগ্র বাংলাদেশসহ বিশ্বের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা। এ সময় দেশ, জাতি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে স্থানীয় বহু প্রবাসী বাংলাদেশিও উপস্থিত ছিলেন।
