ঢাকাবুধবার , ৮ জুন ২০২২
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

দূতাবাসের তৎপরতায় বাহরাইনের আটকা পড়া প্রবাসী কর্মস্থলে ফেরার সুযোগ

Link Copied!

Biggapon
অবশেষে ভাগ্য খুলছে করোনাকালীন দেশে ফিরা বাহরাইন প্রবাসী যারা করোনার সময়ে বিভিন্ন কারনে দেশে আটকা পড়েছেন।

মানামায় বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম আজ বুধবার ফেসবুক লাইভে এ তথ্য জানান। রাষ্ট্রদূত বলেন,(কভিড-১৯) মহামারীর মধ্যে দেশে এসে আটকেপড়া ১৬১ জনকে প্রথম দফায় ভিসা দেওয়া হবে বলে বাহরাইন সরকার জানিয়েছে।

উল্লেখ্য, বাহরাইন সরকার ২০১৮ সাল থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেয়। কভিড মহামারীর মধ্যে দেশে ফিরে আটকাপড়া বাংলাদেশিরাও বাহরাইনে ফিরতে পারছিলেন না। এ সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার ও দূতাবাস উদ্যোগ নেয়। এরপর বাহরাইন সরকারের ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পর ফিরতে ইচ্ছুক প্রবাসীদের নিবন্ধন করতে বলা হয়।
রাষ্ট্রদূত নজরুল বলেন, বাহরাইনে ফেরার জন্য যে ৯৬৭ জন নিবন্ধন করেছিলেন তাদের মালিকপক্ষ ফিরিয়ে নিতে রাজি আছেন। মালিকপক্ষের সাড়া পাওয়ার ওপর ভিত্তি করে ১৬১ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।

রাষ্ট্রদূত আরো জানান, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরুতে ‘ভিজিট ভিসা’ ইস্যু করবে। এরপর বাহরাইনের যাওয়ার পর তাদের নিয়োগকর্তার মাধ্যমে ওই ভিসাকে ‘ওয়ার্ক ভিসায়’ রূপান্তর করা যাবে।