ঢাকারবিবার , ৫ জুন ২০২২
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালে প্রথম হালাল বাফেটের উদ্বোধন

উপ-সম্পাদক, শহীদ আহমদ
জুন ৫, ২০২২ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

পর্তুগালের লিসবনে বাংলাদেশী অধ্যুষিত এলাকা রুয়া দো বেনফরমসো এর পাশে ইন্তেন্দেতে এলাকায় প্রথম বারের মতো “মিনহাল’স কিচেন রেস্টুরেন্ট” চালু করলো স্বল্পমূল্যে ছাব্বিশ পদের বাংলা হালাল খাবারের বুফে। এসব খাবারের তালিকায় রয়েছে বাংলাদেশীদের পছন্দের বিভিন্ন প্রকার ভর্তা, গরুর মাংস, মুরগীর মাংস, মুরগীর রোস্ট, তন্দুরি চিকেন, মাছ ভাজি। বিভিন্ন প্রকার সবজির তরকারি মাঝে রয়েছে কচুর লতির সাথে চিংড়ী মাছ, শাক-আলু, বুটের ডাল সহ আরো বেশ কিছু সবজি। এছাড়া ফ্রাইড রাইস, সাদা ভাত, স্পেশাল নান রুটি, পাস্তা। তাছাড়া বিভিন্ন ফলের আয়োজনে রয়েছে তরমুজ, কমলা, মাল্টা, আপেল। ডেজার্ট হিসেবে কোমল পানীয়, সেমাই সহ আরো অনেক কিছু।

রেস্টুরেন্ট’টি জহির আহমেদ ও মাহমুদা চৌধুরী দম্পতি যৌথভাবে পরিচালনা করেন। তারা বলেন গত এক বছর ধরে সফলভাবে তাদের প্রথম সন্তানের নামে করা রেস্টুরেন্ট’টি সফলভাবে পরিচালনা করে আসছেন। অনেক বাংলাদেশী, ভারতীয়, পাকিস্তানি, নেপালী নাগরিকগণ তাদের নিয়মিত কাস্টমার। তাদের অনেকের কাছে থেকে তারা বুফে কোনো রেস্টুরেন্ট চালু করেনি কেউ তাই আক্ষেপ প্রকাশ করেন। এই থেকে এই দম্পতি উদ্যোগ নেন তারা বাংলাদেশী খাবারের বুফে চালু করবেন।

৫ জুন রোজ রবিবার থেকে ‘মিনহাল’স কিচেনে রেস্টুরেন্ট’ শুরু করলো মাত্র ৮ ইউরো ৯৯ সেন্ট মূল্যের ২৬ রকম বাংলা হালাল খাবারের বুফে। উদ্ভোদনকালে উপস্থিত ছিলেন ইসলামিক সেন্টার এর সভাপতি ও স্থানীয় পিএস পার্টির নেতা রানা তাসলিম উদ্দিন, বরিশাল এসোসিয়েশন এর সভাপতি শাহীন সাঈদ,পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ কমিউনিটির বিশিষ্টজন।