পর্তুগালের ফরেনার্স অ্যান্ড বর্ডার সার্ভিস (সেফ) সূত্রে জানা যায় যে এই সাপ্তাহে লিসবন বিমানবন্দরে ১০ জন যাত্রী ভুয়া ডকুমেন্টস ব্যবহারের অপরাধে গ্রেফতার করেছে সেফ পুলিশ।
সেফ তাদের বিবৃতিতে উল্লেখ করে যে,ভুয়া ডকুমেন্টস ব্যবহার করে যাত্রীগণ লন্ডন এবং আমেরিকা যাত্রা কালে তাদের গ্রেফতার করা হয়।
এবং এদের মধ্যে ৮ জন পর্তুগালে অনিয়মিত বসবাসকারী। তাদেরকে আদালতের মাধ্যমে দেশ থেকে ডিপোর্ট করা হবে বলে জানিয়েছে সেফ।