ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালে জুন্তা আরিয়স প্রেসিডেন্টের সঙ্গে CDB নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

দৈনিক ডাক বাংলা
ডিসেম্বর ৮, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

পর্তুগালের জুন্তা আরিয়সের নবনির্বাচিত প্রেসিডেন্ট João Jaime Pires-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পর্তুগাল বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধিত্বকারী সংগঠন Casa do Bangladesh (CDB)-এর নেতৃবৃন্দ। সম্প্রতি আয়োজিত এ বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক অবস্থান, স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন দুই পক্ষ।

সাক্ষাৎকালে প্রেসিডেন্ট João Jaime Pires পর্তুগিজ সমাজে বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক ভূমিকা ও অবদানকে প্রশংসা করেন। তিনি বলেন, স্থানীয় প্রশাসন সবসময়ই প্রবাসীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী এবং ভবিষ্যতেও এই সহযোগিতা আরও বাড়বে।

Casa do Bangladesh (CDB)-এর পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন—উপদেষ্টা রানা তাসলিম উদ্দিন,সভাপতি রনি হোসাইন,মাসুম আহমদ,সেক্রেটারি শহীদ আহমদ,ইকবাল আহমদ কাঞ্চন,হাফিজ আল আসাদ ও শাহীন আহমদ ।

সাক্ষাৎ শেষে CDB নেতৃবৃন্দ জানান, এই ধরনের যোগাযোগ প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ, বিভিন্ন প্রশাসনিক জটিলতা নিরসন এবং বাংলাদেশ–পর্তুগাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।