বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পর্তুগালে বিএনপির একাংশের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল।
রাজধানীর লিসবনে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলে বায়তুল মোকাররম মসজিদের খতিব কায়েস আহমদ আবদুল্লা হুজুরের কোরআন তেলাওয়াত ও দোয়ায় মাহফিল অনুষ্ঠিত হয় ।
এ দোয়া মাহফিল উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল হক,হাকিম মোহাম্মদ মিনহাজ,দেলোয়ার হোসেন,যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেছ, পর্তুগাল সদস্য সাইদুল ইসলাম,আব্দুল হাসিব,মহিন উদ্দিন, আবদুল লতিফ কয়েস,সুজন ভূইয়া, মোহাম্মদ মিনহাজ, আতিকুর রহমান, পর্তুগাল জাসাস এর আহবায়ক ইমরান আহমদ ইমু,পর্তুগাল বিএনপি নেতা, তানভীর তারেক,সানুর আলী,শামীম আহমদ প্রমুখ ।
উপস্থিত নেতাকর্মী বলেন, আমাদের সবার প্রিয় দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। এ দোয়া মাহফিল আমাদের ভালোবাসা ও দায়িত্বের বহিঃপ্রকাশ। আপনারা জানেন পর্তুগালে দীর্ঘদিন ধরেই শহীদ জিয়ার আদর্শের সৈনিক তথা বিএনপির শক্তিশালী ঘাঁটি রয়েছে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আমরা ঐকবদ্ধভাবে কাজ করে যাবো। বিশেষ করে আগামী ফেব্রুয়ারিতে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা এবং বিএনপিতে ভোটদানের জন্য সবাইকে উৎসাহিত করবো।
গত রোববার থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে (চেষ্টে) ইনফেকশন হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে উনার চিকিৎসা চলছে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। দেশে চিকিৎসার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান তিনি। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন।
