ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালে সিলেট ৬ আসনে বিএনপি প্রার্থী এমরান আহমদ চৌধুরীর সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক ডাক বাংলা
নভেম্বর ২৪, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

পর্তুগালে সিলেট ৬ আসনে বিএনপি প্রার্থী এমরান আহমদ চৌধুরীর সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে পর্তুগালে বসবাসরত গোলাপগঞ্জ–বিয়ানীবাজার প্রবাসীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর রাত ৮টায় লিসবনের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক, তরুণ ব্যবসায়ী ও সমাজকর্মী এম এ হাকিম মিনহাজ। পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পর্তুগাল যুবদল নেতা ইমদাদুর রহমান স্বপন।

পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জয়নুল টিপুর তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা হয়। বক্তারা বলেন, তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সিলেট–৬ আসনে মনোনয়ন দিয়ে দলের হাইকমান্ড ও তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তারা প্রবাস থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্বাস ব্যক্ত করেন যে, সর্বস্তরের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে বিজয় লাভ করবেন।

সভায় প্রবাসী নেতৃবৃন্দ প্রতিশ্রুতি ব্যক্ত করেন, ধানের শীষের বিজয় এবং অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে জয়ী করতে তারা সর্বাত্মক ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল হক, দেলোয়ার হোসেন রাফি, আহবায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম, আব্দুল লতিফ কয়েছ, সফিকুজ্জামান চৌধুরী, সুজন ভুঁইয়া, রুবেল চৌধুরী, বিএনপি নেতা তারেক আহমদ, সানি সুমন, শাহজাহান ওমর, সাইফ আহমদ, যুবদল নেতা জাবেদ হক,জাসাস পর্তুগালের আহবায়ক ইমরান আহমদ ইমু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মিয়া,ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল আহমদ; জাসাস নেতা আমির উদ্দিন, মহানগর বিএনপি নেতা আমান উল্লাহ, বিএনপি নেতা দিলাল আহমদ, আব্দুল মতিন, জুয়েল আহমদ,যুবদল নেতা সিহাব আহমদ, কাওছার আলম, আব্দুল্লাহ; সিলেট জেলা জাসাসের সাবেক সহ-সাধারণ সম্পাদক আজিজুল বারি সুমন,যুবদল নেতা নোমান আহমদ, আজাদ, আলমগীর হোসাইন, মোহাম্মদ ইকবাল হোসাইন, আব্দুল ওদুদ মোহনসহ আরও অনেকে।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।