
পর্তুগালে ৫১২০০০ পাঁচ লাখ বার হাজার জাতীয়তা বা নাগরিকত্ব আবেদন ঝুলে আছে এবং তার মধ্যে শুধুমাত্র ১৫% পর্তুগিজ নাগরিকত্ব আবেদন ঝুলে আছে যারা বিদেশে জন্মগ্রহণ করেছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্সির মন্ত্রী আন্তোনিও লেইতাও আমারো।
পর্তুগালের জাতীয় সংসদে জাতীয়তা আইনের উপর বিতর্কে মন্ত্রী ব্যাখ্যা করেন যে, “গত বছর, বসবাসের ভিত্তিতে বিদেশীদের কাছ থেকে নাগরিকত্বের আবেদন ২০১৫ সালের তুলনায় পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে এবং ২০২১ সালের তুলনায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে”।
“বর্তমানে আমাদের কাছে ৫,১২,০০০ জাতীয়তার আবেদন বিচারাধীন রয়েছে, যার মধ্যে মাত্র ১৫% পর্তুগিজ জাতীয়তার এবং তাদের সকলেরই বিদেশে জন্ম”, সরকারের বিল উপস্থাপনের সময় মন্ত্রী তার বক্তৃতায় এতথ্য তোলে ধরেন।

