দক্ষিণ সুরমার ঈদগাহ বাজার – খালোপাড় এলজিইডি সড়কের মুখ হতে ঠাকুর মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তা নির্মান কাজের উদ্ভোধন করা হয়েছে।
২৬ নভেম্বর শনিবার দুপুরে উপজেলার লালাবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এলজিইডি রোড থেকে পশ্চিম ভাগ গ্রামের মধ্যবর্তী দরগাদীঘি – বড় জামে মসজিদ রাস্তার দক্ষিণ পার্শ্বস্হিত এ রাস্তা নির্মান কাজের উদ্ভোধন করেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ত্বোয়াজিদুল হক তুহিন।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত সদস্যা হাস্না বেগম,৪ নং ওয়ার্ড সদস্য ইছহাক আহমদ, পশ্বিমভাগ জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুন নুর,বিশিষ্ট মুরব্বী আব্দুল বারী, আব্দুল গনি,বিশিষ্ট সমাজসেবী ছুরত আলী,হোসিয়ার আলী, বাবুল চন্দ চন্দ, যুবলীগ নেতা রুবেল আহমদ, আজিজুর রহমান,আলমগীর আলমসহ সানরাইজ যুব সংঘের সদস্যবৃন্দ।

