বিশেষ প্রতিনিধি- আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের অন্যতম এপেক্স ক্লাব অব জুড়ি ভ্যালীর আয়োজনে পবিত্র রমজান মাসব্যাপী পরিচালিত দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখা কেন্দ্রের ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও এতিম ছাত্র ছাত্রীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
আজ বুধবার (১৯ এপ্রিল) দুপুর ২ টায় মাদ্রাসা প্রাঙ্গনে ক্লাবের সভাপতি এপেঃ হাবিবুর রহমান এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্বা খলিলুর রহমান,সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও সভাপতি মোঃ তুতিউর রহমান, এপেক্স ক্লাব অব জুড়ি ভ্যালীর অতিত সভাপতি ও কেন্দ্রের নাজিম এপেঃ সিরাজুল ইসলাম, দারুল কেরাতের প্রধান ক্বারী ও ইসলামিক ফাউন্ডেশন,জুড়ী উপজেলা মডেল কেয়ার টেকার মাঃ মোঃ তাজ উদ্দিন,মাদ্রাসার সুপার ও ক্বারী হাফিজ জামাদুল ইসলাম,ক্বারী মোহাম্মদ আলী, ক্বারী মাঃ জাহাঙ্গীর আলম সরকার,ক্বারী আব্দুস শুকুর, ক্বারী সাহিদা আক্তার,ক্বারী হুমায়রা আক্তার প্রমূখ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতীর কল্যাণে এক মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সুপার( হিফজ) হাফিজ মোঃ বদরুল ইসলাম