ঢাকাবুধবার , ৪ জুন ২০২৫
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালে ১০ হাজার ক্যাপাসিটির মুসল্লী নিয়ে ঈদ জামাত অনুষ্ঠিত হবে

দৈনিক ডাক বাংলা
জুন ৪, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পর্তুগাল লিসবনের অদূরে আমাদোরা রেবারেরিয়া এলাকায় প্রায় ১০ হাজার মুসল্লীর ক্যাপাসিটি নিয়ে স্টেডিয়াম মাঠে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।

মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুনায়েদ ক্বাসিমী দৈনিক ডাক বাংলাকে জানান ‘আলহামদুলিল্লাহ এবার আমরা দারুল উলুম অব রেবরেরিয়া বায়তুল ফালাহ জামে মসজিদের উদ্দোগে প্রায় ১০ হাজার ক্যাপাসিটি মুসল্লী নিয়ে সকাল ৮ ঘটিকার সময় স্টেডিয়াম মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। উক্ত এলাকার আশ পাশের মুসাল্লিগন সেখানে ঈদ জামাত পড়তে পারেন। শিশু এবং মহিলাদের জামাত পড়ার সুব্যবস্থা আছে। সবার কাছে অনুরোধ বাসায় অজু করে জায়নামাজ সাথে নিয়ে আসবেন। আমরা আশা করছি ইউরোপের বৃহৎ একটি জামাত অনুষ্ঠিত হবে ।

লোকেশন :Sport Football Damaiense
(R. Carvalho Araújo 30, Damaia, 2720-698 Amadora)