ঢাকাবুধবার , ৭ ডিসেম্বর ২০২২
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নদওয়াতুল হুফ্ফাজ ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

ডাক বাংলা
ডিসেম্বর ৭, ২০২২ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

নদওয়াতুল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার সিলেট জেলা অডিশন ৬ ডিসেম্বর মঙ্গলবার সিলেট জেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা তালীমুত তাহফিজ ইন্টারন্যাশনাল সিলেট এর প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা আশরাফুল ইসলাম (তহুর) এর সভাপতিত্বে ১ম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, বিশুদ্ধভাবে কুরআন শিক্ষাকরা সকল মুসলমানের উচিত। সহিহ শুদ্ধ তেলাওয়াত ছাড়া ইবাদত কবুল হয়না। তাই শুদ্ধভাবে কুরআন শিক্ষা গ্রহণে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
ফাউন্ডেশনের সিলেট জেলা প্রতিনিধি হাফেজ কারী রফিকুল ইসলাম নাঈম এর পরিচালনায় ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন তালীমুত তাহফিজ ইন্টারন্যাশনাল সিলেট এর সভাপতি আলহাজ্ব আব্দুল মছব্বির।
২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এডভোকেট মাওলানা মুফতি আব্দুর রহমান চৌধুরী, বাংলাদেশ বেতার সিলেট এর বিভাগীয় প্রধান ক্বারী মুহাম্মদ ইসহাক, হাফিজ মাওলানা আব্দুল হাই।
নদওয়াতুল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের ১মবারের মত আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেট জেলা থেকে ২৫০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। এতে ৩০ জন প্রতিযোগী বিজয়ী হয়। এর মধ্যে ১৫ জন জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড লাভ করে। পরে অডিশনে বিজয়ী হিফজদের মধ্যে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।