ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালে অভিবাসন নিয়ন্ত্রণে নতুন আইন অনুমোদ!

দৈনিক ডাক বাংলা
ডিসেম্বর ৫, ২০২৫ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

গতকাল ৪ ডিসেম্বর ২০২৫—পর্তুগাল সরকার অবৈধভাবে দেশে প্রবেশকারী বা অনুমোদন ছাড়া বসবাসকারী বিদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও কঠোর করতে নতুন একটি আইন অনুমোদন করেছে। সরকার জানিয়েছে, এই আইন অবৈধ প্রবেশ, ভিসা–নিয়ম লঙ্ঘন এবং আশ্রয় ব্যবস্থার অপব্যবহার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন আইনে ‘রিটার্ন রেজিম’ আরও দ্রুত ও কার্যকর করার ব্যবস্থা রাখা হয়েছে। বিলম্বিত বা উদ্দেশ্যপ্রণোদিত আশ্রয়–আবেদন সীমিত করতে বিশেষ শর্ত যুক্ত করা হয়েছে। এছাড়া, বিদেশি ও সীমান্ত–সংক্রান্ত সব ফাইল ও প্রক্রিয়া এখন থেকে জাতীয় নিরাপত্তা বাহিনী PSP পরিচালনা করবে।

তবে সরকার জোর দিয়ে বলেছে যে এই কঠোরতার মধ্যেও মানবাধিকার ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা হয়েছে। প্রত্যেক ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ, আদালতে আপিলের অধিকার এবং শিশু ও অন্যান্য দুর্বল ব্যক্তিদের জন্য বিশেষ সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

সরকারের মতে, অভিবাসন নীতি সংস্কারের এই পদক্ষেপটি পর্তুগালের দীর্ঘদিনের উদ্যোগের শেষ বড় ধাপ। এর মাধ্যমে দেশটি বৈধ, সুসংগঠিত এবং নিয়ম–ভিত্তিক অভিবাসন ব্যবস্থা চালু করতে চায়। কঠোরতা শুধুমাত্র অবৈধ অভিবাসন রোধে প্রয়োগ হবে—বৈধ অভিবাসীদের অধিকার, সুবিধা ও মানবিক বিবেচনা আগের মতোই বজায় থাকবে।