বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ও সমালোচিত ‘দিন দ্যা ডে’ মুভি বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলে দর্শকদের উচ্চে পড়া ভিড় এবং টিকেটের সংকট দেখা দিয়েছে।
তারই ধারাবাহিকতায় এবার মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে মুভিটি।
সে উপলক্ষে বাহারাইনে আসতেছেন নায়ক অনন্ত জলিল ও বর্ষা, বাহরাইন বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি তাজ উদ্দীন সিকান্দারের আহবানে বাহারাইন আসতে আগ্রহ প্রকাশ করেছেন চিত্রনায়ক অনন্ত জলিল এবং চিত্র নায়িকা বর্ষা।
দিন দ্যা ডে মুভি সম্পর্কে নায়ক অনন্ত জলিল বলেন প্রত্যেক প্রবাসী এই মুভিটা দেখা উচিত। কারন এই মুভিতে রয়েছে প্রবাসীদের নিয়ে অনেক গুরুত্বপূর্ণ মেসেইজ। প্রবাসীদের মাধ্যমে কিভাবে বিভিন্ন দেশে পাচার করা হয় বিভিন্ন অসামাজিক কার্যকলাপের জিনিস পত্র পাশাপাশি প্রবাসীদের স্ত্রী কিভাবে অন্য লোকদের সাথে পরকিয়া প্রেমে পড়ে প্রবাসীদের সম্পদ নষ্ট করে এমন কিছু বাস্তব অভিনয় রয়েছে মুভিটিতে।
এইসব অভিনয় প্রবাসীদের দেখা উচিত তাই তাজ উদ্দিন সিকান্দর ছবিটি বাহরাইনে রিলিজ করার বিষয়টি গুরুত্ব দিয়েছেন।
গত কয়েকদিন থেকে তাজ উদ্দিন সিকান্দর তার ফেইসবুকে কয়েকটি পোষ্ট দিয়েছেন যে মুভিটি বাহরাইন প্রবাসীদের দেখার সুযোগ করে দিবেন বলে পোষ্টে জানিয়েছেন। তার ধারাবাহিকতায় গতকাল অনন্ত জলিলের সাথে ফোনে আলোচনা করেন কিভাবে মুভিটি প্রবাসীরা দেখতে পারে, অনন্ত জলিল ফোন আলাপনে বলেন তিনি এবং বর্ষা বাহরাইনে এসে মুভিটি রিলিজ করতে ইচ্ছুক তাই বাহরাইনের সিনেমা কর্তৃপক্ষের সাথে বিষয়টি আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে সবাইকে জানিয়ে দেওয়া হবে।