
গাড়ি চালানো শেখা অনেকের জন্যই সহজ নয়। কিন্তু যুক্তরাজ্যের এক শিক্ষার্থীর জন্য বিষয়টি একেবারে অন্য রকম। তিনি ড্রাইভিং লাইসেন্সের লিখিত (থিওরি) পরীক্ষায় টানা ১২৮ বার ফেল করেছেন!
বারবার চেষ্টা, তবুও সফলতা আসেনি
BBC’র প্রতিবেদনে বলা হয়, ওই শিক্ষার্থী এখন পর্যন্ত ১২৮ বার থিওরি পরীক্ষা দিয়েছেন, কিন্তু কোনোবারই পাস করতে পারেননি। এসব চেষ্টায় তার খরচ হয়েছে প্রায় ৩,০০০ পাউন্ড, যা ইউরোয় দাঁড়ায় প্রায় ৩,৪০০ ইউরো।
তবে তিনিই একমাত্র নন। যুক্তরাজ্যের আরেকজন শিক্ষার্থী ৭৫তম চেষ্টায় অবশেষে লাইসেন্স পেতে সক্ষম হন, যিনি এই দীর্ঘ যাত্রায় খরচ করেছেন প্রায় ১,৭০০ পাউন্ড (প্রায় ১,৯০০ ইউরো)।
ব্যবহারিক পরীক্ষায়ও আশ্চর্য পরিসংখ্যান
আরও দুইজন প্রার্থী ৩৭ বার ব্যবহারিক (ড্রাইভিং) পরীক্ষা দিয়েছেন কিন্তু সফল হতে পারেননি। আরেকজন প্রার্থী ৪৩ বার চেষ্টা করার পর অবশেষে পাস করেছেন, যার খরচ হয়েছে প্রায় ৩,২০০ পাউন্ড (প্রায় ৩,৬০০ ইউরো)।
ব্যয়বহুল ড্রাইভিং পরীক্ষা
যুক্তরাজ্যে প্রতিটি তাত্ত্বিক পরীক্ষা (থিওরি টেস্ট) দিতে লাগে ২৩ পাউন্ড (প্রায় ২৬ ইউরো)। আর ব্যবহারিক পরীক্ষা (প্র্যাকটিক্যাল টেস্ট) দিতে লাগে সপ্তাহের দিন ৬২ পাউন্ড (প্রায় ৭০ ইউরো) এবং সপ্তাহান্তে ৭৫ পাউন্ড (প্রায় ৮৫ ইউরো) পর্যন্ত।
অধ্যবসায়ের অনন্য উদাহরণ
বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাগুলো যেমন অবিশ্বাস্য, তেমনি এটি প্রমাণ করে কতটা ধৈর্য ও দৃঢ়সংকল্প নিয়ে অনেক শিক্ষার্থী ড্রাইভিং লাইসেন্স পেতে চেষ্টা করে যাচ্ছেন। বারবার ব্যর্থ হলেও তারা হাল ছাড়েননি — আর এই অধ্যবসায়ই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সূত্র: BBC, People Matters Global

