পোপ ফ্রান্সিস এর মৃত্যুতে পৃথিবীর সকল প্রান্তের ক্যাথলিক ধর্মাবলম্বী লোক শোকাহত হওয়ার সাথে সাথে অন্যান্য ধর্মাবলম্বী লোকেরাও তার উদার মানবিকতার জন্যে তার প্রতি কৃতজ্ঞ এবং শোক প্রকাশ করেন।
পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যাক্তিত্ব পর্তুগাল ফ্রেন্ডশিপ এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দীন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোপ ফ্রান্সিস এর সাথে তার সর্বশেষ সাক্ষাৎ স্মৃতিচারণ করেন। এবং কমিউনিটির পক্ষ থেকে শোক প্রকাশ করেন।
পোপ ফ্রান্সিস ৮৮ বছরে ২১ এপ্রিল ২০২৫ সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন।
রোমান ক্যাথলিক চার্চের ২৬৬ তম পোপ ফ্রান্সিস ৮৮ বছরে আজ ২১ এপ্রিল ২০২৫ সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন।
২০২৩ সালে পর্তুগালে জে এম জি সন্মেলনে পাপা ফ্রান্সিস এর সাথে আমারও সাক্ষাত হয়েছিল। অনেক উচ্চ প্রোটকলের এই সাক্ষাতে আমিও তার সান্নিধ্য পেয়েছিলাম। তার সামান্য কথাতেই বুঝা গিয়েছিলো তিনি কতো বড় মানুষ ছিলেন। স্রস্টা তাঁদেরকেই মানুষের প্রতিনিধি করেন যারা তার ভার বইতে পারেন।
২০১৩ সালে রোমান ক্যাথলিক চার্চের ২৬৬ তম পোপ হন পোপ ফ্রান্সিস। তিনি পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি নির্বাচিত হন। গত ১০০০ বছরে পোপ ফ্রান্সিসই প্রথম ব্যক্তি যিনি ইউরোপীয় না-হওয়া সত্ত্বেও ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ পদে পৌঁছন।
প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রস্থানে আমাদের কমিউনিটির পক্ষ থেকে আমরা শোকাহত। পোপ ফ্রান্সিস তার পুরো সময় ধরে সামাজিক ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং শান্তি রক্ষায় সাহসী কণ্ঠস্বর ছিলেন। তার আধ্যাত্মিক নেতৃত্ব ধর্মীয় এবং রাজনৈতিক সীমানা অতিক্রম করে, সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জন্য একটি নৈতিক ও মানবিক রেফারেন্স হয়ে উঠেছিল।
তিনি ছিলেন দরিদ্রদের পোপ, যারা নির্যাতিত, অবহেলিত, যাদের কন্ঠরোধ করা হয়েছে ও সাধারন মানুষ যারা সমাজ থেকে বাদ পড়েছে তাঁদের পোপ। তিনি ছিলেন, পরিবেশের অক্লান্ত রক্ষক, জনগণের মধ্যে সংহতি এবং একটি ন্যায্য অর্থনীতির পক্ষে। তাঁর ধর্মীয় ও সামাজিক অবদান আমাদের এই উত্তাল বিশ্বে সময়ের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
আমি আমাদের কমিউনিটির পক্ষ থেকে ক্যাথলিক চার্চ, পর্তুগিজ ক্যাথলিক সম্প্রদায় এবং ভ্যাটিকানের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
