ঢাকামঙ্গলবার , ৯ এপ্রিল ২০২৪
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালে ঈদ জামাত কখন কোথায় জেনে নিন

মোহাম্মদ শাহজাহান
এপ্রিল ৯, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ পর্তুগালের সরকার,স্হানীয় প্রশাসন এবং জৈন্তা অফিস বিভিন্ন খোলা জায়গা (ঈদগাহে) পড়ার অনুমতি দিয়েছে।যা এখানকার বসবাসকারী প্রত্যেক মুসলমানদের জন্যে অত্যান্ত আনন্দের এবং খুশির সংবাদ।

সৌদি আরবের সাথে মিল রেখে পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে বুধবার ১০ এপ্রিল পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

এক নজরে জেনে নিন পর্তুগালের কোথায় কোথায় হচ্ছে পবিত্র ঈদুল ফিতর এর জামাত ⤵️

নিম্নে লিসবন ও পর্তু শহরের প্রধান প্রধান কয়েকটি মসজিদের ঈদের সালাতের সময়সূচী দেওয়া হল ⤵️

👉ইসলামিক সেন্টার বায়তুল মোকাররম (বড়)মসজিদ।

👉মার্টিমনিজ জামে (ছোট) মসজিদ ।

👉বায়তুল রাহমান graça মসজিদ ।

👉হযরত খাদিজা রাঃ জামে মসজিদ ,আনজুস ।

বাংলাদেশী অধ্যুষিত মার্তিম মনিজ পার্ক এলাকার সন্নিকটে এই চারটি মসজিদ হওয়ায়। চারটি মসজিদের পবিত্র ঈদুল ফিতরের জামাত মাতৃ মনিজ পার্কে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

👉আরিওস মসজিদ

সময়: সকাল ৮ঃ১৫ মিনিটে
স্হান :আলামেদা পার্কে

👉 বারেইরু মসজিদ

স্হান: Av escola dos fozeileros navais
2830-046 barreiro
Parque de cidade do barreiro

সময়: সকাল ৮

👉সেন্ট্রাল মসজিদ, লিসবন
দুটি জামাত অনুষ্ঠিত হব

১ম জামাতের ৭ টা ৩০ মিনিট
২য় জামাত ৯ টা ৩০ মিনিট

ঠিকানাঃ R. Mesquita 2, 1070-238 Lisboa


👉 রেবলেইরো মসজিদ

স্হান : Estadio Jose gomes , Avenida (CF Estrela da amadora )
D. Jose I , 2720-175 amadora (estacao reboleira )

সময় : সকাল 08:00

👉 নতুন আমাদরা ইসলামিক সেন্টার

স্হান : Estadio Jose gomes , Avenida (CF Estrela da amadora )
D. Jose I , 2720-175 amadora (estacao reboleira )

সময়: সকাল 08:00

👉 আয়েশা সিদ্দিকা মসজিদ, অদিভেলাস।

স্হান: Sports Complex Multiusos de odivelas /pavilhao multiuso de odivelas
Alameda do Porto pineiro , 2675-668 odivelas
সময় : ৭ টা ৩০ মিনিট

বিঃদ্রঃ মহিলাদের নামাজ পড়ার সুন্দর সুব্যবস্থা করা হয়েছে|

👉 কাশকাইস মসজিদ

স্হান: HIPODROMO MANUEL POSSOLO
সময়: জামাত ৮:০০

বিঃদ্রঃ মহিলাদের নামাজ পড়ার সুন্দর সুব্যবস্থা করা হয়েছে|

👉 হযরত হামজা (রাঃ) মসজিদ, পর্তু শহরে।

স্হান: ত্রিনিদাদ মেট্রো স্টেশনের ছাদ

সময় : সকাল ৮:৩০

👉নতুন আলজেস মসজিদ

স্হান: Rua Parque Anjos , 4 , 1495-057

সময় সকাল ৮:০০

বিঃদ্রঃ মহিলাদের নামাজ পড়ার সুন্দর সুব্যবস্থা করা হয়েছে

👉Alameda Jame Masjid

স্হান: Eid Jamat at Alameda Park (Alameda Henrique D. Afonso)

সময় : সকাল 08:30

বিঃদ্রঃ আলাদা ব্যবস্থায় মহিলারাও এ জামাতে অংশগ্রহণ করতে পারবেন।

পর্তুগালে বাংলাদেশী অধ্যুষিত মার্তিম মনিজ পার্কে ১০ ই এপ্রিল
সকাল ৮ ঘটিকার সময় সর্ববৃহৎ পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ

সকল মুসল্লীদের কে নিজ নিজ জায়নামাজ এবং বাসায় অজু করে আসার জন্যে অনুরোধ করা হয়েছে।