করোনা মহামারিতে জাল সার্টিফিকেট নিয়ে গিয়ে। সেখানে করোনা পজেটিভ ধরা পড়ায়। বাংলাদেশ সহ ১৬ টি দেশ থেকে ইতালী ফ্লাইট বাতিল করে ইতালী সরকার।
অবশেষে আজ বাংলাদেশস্হ ইতালী এম্ভেসী একটি বিজ্ঞপ্তিতে মাধ্যমে জানায় যে,ইতালী সরকার তার আগের সিদ্ধান্ত শীতিল করে। নতুন সিদ্ধান্ত দিয়েছেন যে। এখন থেকে বাংলাদেশ থেকে ইতালীতে যাতায়াতে কোনো ধরনের বাধা নেই ।
উল্লেখ্য বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ ১৬টি দেশ থেকে ইতালিতে প্রবেশের চলমান নিষেধাজ্ঞা অবশেষে আংশিক শিথিল করা হয়েছে। এখন থেকে ইতালিতে প্রবেশ করতে পারবেন যাদের ইতালির পারমানেন্ট স্টে পারমিট (পেরমেসসো লুংগো পেরিয়োদো / কার্তা সোজ্জর্নো) আছে এবং ৯ জুলাই ২০২০ তারিখের আগে থেকেই রেসিডেন্স আছে। মেয়াদোত্তীর্ণ হয়নি এমন নরমাল সৌজন্য যাদের তারাও ফিরতে পারবেন যদি ইতালিতে অবস্থানরত পরিবারের ঘনিষ্ঠজনের কার্তা সৌজন্য থাকে।
তবে সাথে সাথে কিছু শর্ত জুড়ে দিয়েছে। এগুলো যথাযথভাবে পালন করতে হবে।
১. ফ্লাইটের ৭২ ঘন্টা পর্বে বাধ্যতামূলক সরকার অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে।
২. ইতালী পৌছা পর অবশ্যই ১৪ দিন কোনো ধরনের পাবিলক ট্রান্সপোর্ট বাস,মেট্রো ট্রেইন এজাতীয় কোন কিছু চড়তে পারবেন না।
৩. ইতালী পৌছা পর ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারাইন্টাম পালন করতে হবে।
উপরোক্ত নিয়মাদি না মানলে তার উপর আইন অনুযায়ী সম্পূর্ণ ব্যবস্হা নেওয়া হবে । এমনকি তার রেসিডেন্স ও বাতিল হতে পারে।
