বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে গতকাল অনুষ্ঠিত হয়েছে জয় বাংলা কনসার্ট। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ফেরদৌস, পূর্ণিমা, বিদ্যা সিনহা মিম, নিরব, তমা মির্জা, মমতাজ, প্রতীক হাসান, ঐশীসহ অনেকে। এই কনসার্টে অংশ নিতে কলকাতা থেকে উড়ে এসেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বরিশাল বিমানবন্দরে নেমেই বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন তিনি। অনুষ্ঠানটির আয়োজক গান বাংলার জনসংযোগ কর্মকর্তা রুদ্র হক বলেন, ‘জমকালো এই আয়োজনে সংগীতশিল্পী ছিলেন ৩০ জন। তা ছাড়া দুই বাংলার চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা ছিলেন। সেই সঙ্গে বিখ্যাত সব মিউজিশিয়ান নিয়ে অনুষ্ঠানটি হয়েছে। দুই সপ্তাহ ধরে গান বাংলার প্র্যাকটিস ফ্লোরে শিল্পীরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন। বলতে পারেন শতভাগ প্রস্তুতি নিয়েই সবাই অনুষ্ঠানটিতে অংশ নিয়েছেন।’
