ঢাকাসোমবার , ১৪ ফেব্রুয়ারি ২০২২
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার

ভালোবাসা দিবসে রাবিতে প্রেমবঞ্চিতদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক,দৈনিক ডাক বাংলা
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

Biggaponভালোবাসা দিবসে একাধিক প্রেমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘প্রেমবঞ্চিত সংঘ’ নামের একটি সংগঠনের সদস্যরা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের আমচত্বর থেকে ‘প্রেমবঞ্চিত সংঘ’র ব্যানারে একটি মিছিল বের হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটের সামনে গিয়ে সমাবেশে মিলিত হন তারা।

এতে অংশ নেন ওই সংগঠনের শতাধিক সদস্য। প্রেমবঞ্চিত সংঘের ব্যানারে লেখা ছিল, ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না।’

এ সময় রাবি শাখা প্রেমবঞ্চিত সংঘের সভাপতি মো. কাজি নোমানের নেতৃত্বে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, ‘তুমি কে, আমি কে বঞ্চিত, বঞ্চিত’ কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না। আমরা সিঙ্গেল কেন? প্রশাসন জবাব চাই’, ‘নষ্ট প্রেমের খেতাতে, আগুন জ্বালাই একসাথে’। পরে সংগঠনটির সদস্যরা গণস্বাক্ষর কর্মসূচি ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।

প্রেমবঞ্চিত সংঘের সদস্য আইন বিভাগের শিক্ষার্থী আসিফ বলেন, অবশ্যই আমরা প্রেমের বিরুদ্ধে না, আমরা তাদেরই বিরুদ্ধে যারা একাধিক প্রেম করে। পবিত্র প্রেমের নামে এই শ্লীলতাহানি আমরা চাই না। আমরা চাই সমতা।’Biggapon