ঢাকারবিবার , ৯ অক্টোবর ২০২২
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

আল-আমিনের চিকিৎসায় জনকল্যাণ সোসাইটি জকিগঞ্জ’র আর্থিক অনুদান প্রদান

আব্দুল কাদির জুনায়েদ
অক্টোবর ৯, ২০২২ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ছলিমিয়া শিতালংগিয়া মাদ্রাসার ৮ম শ্রেনির এতিম ছাত্র,আমলশীদ গ্রামের মরহুম মফুর আলীর ছেলে আল-আমীন আহমদ।

উভয় কিডনিতে ইনফেকশন এবং ফুঁসফুঁসে পানি জামাট হয়ে যাওয়ার কারনে প্রস্রাব বন্ধ হয়ে অনেক দিন হতে শরির আসংখ্যা জনক অবস্থায় ফুঁলে আছে।

একেবারে সহায় সম্ভলহীন তার মা দীর্ঘ দিন হতে ছেলের ডাক্তরী ট্রিটম্যান এবং প্রয়োজনীয় চিকিৎসা করাতে প্রায় সর্বহারা হয়ে যখন একেবারে দিশেহারা, তখন জনসেবায় উপজেলার শীর্ষ সারির সামাজিক সংগঠন ‘জনকল্যাণ সোসাইটি জকিগঞ্জ’তাঁর পাশে দাড়ায়।

আজ ৯ অক্টোবর (বরিবার) বিকাল চার ঘটিকার সময় সোসাইটির একটি প্রতিনিধি দল সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে আল-আমীনের বিদবা মায়ের সাথে দেখা করে। এ সময় সোসাইটির পক্ষ হতে প্রাথমিক ভাবে নগদ ২৫০০০ (পঁচিশ হাজার) টাকা তাঁর উনার হাতে তুলে দেন। এবং মহান আল্লাহর উপর ভরসা করে এই টাকা দ্বারা ছেলের উন্নত চিকিৎসাটা শুরু করে দেয়ার পরামর্শ দেন।

পরবর্তী সময়ে যথা সম্ভব সোসাইটি তার সাধ্যানুযায়ী আল-আমীনের চিকিৎসা সেবায় পাশে থাকবে বলে প্রতিনিধি দলের পক্ষ হতে আল-আমীনের মা’কে আশ্বাস প্রদান করা হয়।

প্রতিনিধি দলে ছিলেন-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী,সোসাইটির সহ-সাধারণ সম্পাদক মাওলানা আমীর হোসাইন,সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ ও
সহ-সভাপতি আব্দুল কাদির জুনাইদ।