1. admin@doinikdakbangla.com : Admin :
১২ নভেম্বর প্রশিক্ষণ কর্মশালা সিলেট মহানগর যুব জমিয়তের জরুরী বৈঠক » দৈনিক ডাক বাংলা
শনিবার, ১৯ জুন ২০২১, ০৯:৪০ পূর্বাহ্ন

১২ নভেম্বর প্রশিক্ষণ কর্মশালা সিলেট মহানগর যুব জমিয়তের জরুরী বৈঠক

সিনিয়র স্টাফ রিপোর্টার, সৈয়দ উবায়দুর রহমান
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ১০৭ বার পঠিত

সিলেট মহানগর যুব জমিয়তের আসন্ন প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন কমিটির জরুরি বৈঠক বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১২ নভেম্বর প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের লক্ষে সফলে ব্যাপক প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করা হয়।

মহানগর সভাপতি মাওলানা কবীর আহমদের সভাপতিত্বে জরুরী সভায় উপস্থিত ছিলেন মহানগর প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করীম দিলদার, বাস্তবায়ন কমিটির সদস্য ও মহানগর অর্থ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা একরাম আহমদ মুহসিন, সদস্য মাওলানা আফতাব উদ্দিন খান, মহানগর প্রচার সম্পাদক মাহদী হাসান মিনহাজ, মাওলানা মুফতি সিরাজুল ইসলাম।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১মাস ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- মহানগর যুব জমিয়তের আওতাধীন বিভিন্ন ওয়ার্ড কমিটির সাথে মতবিনিময় ও দাওয়াতি সফর এবং সদ্য গঠিত মহানগর জমিয়তের বিভিন্ন থানা কমিটির যুব বিষয়ক সম্পাদকদের সাথে থানা কমিটি গঠনের লক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ডাক বাংলা

Theme Customized BY LatestNews