বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল কর্তৃক আয়োজিত ‘টি ১৬ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ইং’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল লিসবনের অদূরে কখোইস মাঠে।
দুই গ্রুপে ৬ টি করে মোট ১২টি দল গ্রুপ পর্যায়ে খেলবে। লটারির মাধ্যমে দুই গ্রুপের দল ঠিক করা হয়। দুই গ্রুপের শীর্ষ ৪ দল করে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। পরবর্তীতে সেমি ফাইনাল ও ফাইনালের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি হবে। প্রতিটি খেলা ১৬ ওভার করে খেলা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের চার্জ ডি অ্যাফেয়ার্স জনাব মোঃ আলমগীর হোসেন। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ এর সভাপতি জহিরুল আলম জসিম।
ক্রিকেট অ্যাসোসিয়েশন এর আহ্বায়ক মোঃ জাকির হোসাইন এর সভাপতিত্বে ও ইমতিয়াজ আহমেদ রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাক্তিত্ব মোঃ শোয়েব মিয়া ও পর্তুগাল আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হোসাইন।
উদ্বোধনী দিনে দুই গ্রুপের ১টি করে খেলা অনুষ্ঠিত হয়। বারেইরো একাদশ বনাম লিজেন্ডস অব পর্তুগাল ও মার্তিম মুনিজ ওয়ারিয়র্স বনাম ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাব।
খেলায় অংশগ্রহণকারী দলগুলো হল, মার্তিম মুনিজ ওয়ারিয়র্স, ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাব, লিসবন সিক্সার্স, ইয়াং টাইগার্স পর্তুগাল, লিজেন্ডস অব পর্তুগাল, বারেইরো একাদশ, ব্রাদার্স স্পোর্টিং ক্লাব, অল স্টার লিসবন, আলামেডা বয়েজ, ক্রিক রেঞ্জার্স, এনআর এলিভেন ফাইটার্স, শাইনিং কুমিল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ শাহাবুদ্দিন, আহসান উল্লাহ সরকার, জহির উদ্দিন, জাবেদ মাহমুদ, কাওছার আহমদ সহ অন্যান্য। গণমাধ্যামকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ, বর্তমান সভাপতি মোঃ রাসেল আহম্মেদ, সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স), সমীর দেবনাথ ও মামুন মাহথির।
আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন এর যুগ্ন আহ্বায়ক তানভীর আলম জনি, মতিন চৌধুরী লাভলু; সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোমান হোসাইন, সাব্বির আহমেদ, জাহিদ হাসান নাজমুল ইসলাম সহ সংশ্লিষ্ট সকলেই।
আমন্ত্রিত অতিথিরা টুর্নামেন্টের সাফল্য কামনা করেছেন এবং প্রবাসেও যুব সমাজকে খেলাধূলায় উৎসাহ প্রদান করার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি ও খেলাধুলা প্রবাসের মাটিতে তুলে ধরার আহবান করেন।