ঢাকাবৃহস্পতিবার , ৮ জুন ২০২৩
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগের সংঘর্ষে অস্ত্র হাতে যুবদল নেতা

ডাক বাংলা
জুন ৮, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বুধবার জুড়ী উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
বিভিন্ন অনিয়মে জড়িত উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি সাহাব উদ্দিন সাবেল ও সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জ্বলের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।স্থানীয় ভাবে তারা দুই জন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপির বলয়ের নেতা হিসেবে পরিচিত। দা,চাপাতি ছাড়া ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িত উভয় পক্ষের নেতাকর্মীদের ভিডিও এ প্রতিবেদকের হাতে এসেছে।এতে দেখা যায়,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জ্বলের নেতাকর্মীদের সাথে দা হাতে সংঘর্ষে জড়িত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুলেমান হোসেন।লাঠি হাতে নিয়ে তাকে বার বার ছাত্রলীগের অপর পক্ষের নেতাকর্মীদের উপর হামলা করার জন্য দৌড়াতে দেখা যায়। সুলেমান হোসেন ২০২০ সালে গঠিত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নিপার রেজা বলেন,সুলেমান উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক।আমি একটি ভিডিও তে দেখেছি তিনি জড়িত। ছাত্রলীগের নিজেদের মধ্যে সংঘর্ষে তিনি কোনভাবে জড়িত হতে পারেন না।এটি সংগঠনের নিয়ম বহিভূর্ত।আমি উর্ধ্বতন নেতৃবৃন্দকে বিষয়টি অবগত করেছি।উনারা তদন্ত করে দেখবেন।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুলেমান হোসেন ছাত্রলীগের সংঘর্ষে থাকার কথা স্বীকার করে বলেন,আমার ওয়ার্কশপের সামনে তারা মারামারি করছে দেখে আমি তাদের থামাতে যাই।এক জনের হাতে থাকা লাঠি (দেশীয় অস্ত্র) ছিল সেটি আমি অন্যত্র সরানোর জন্য আমার হাতে নিয়েছি।