যুক্তরাজ্যে কমিউনিটি সেবায় বিশেষ অবদান রাখায় “ব্রিটিশ সিটিজেন এওয়াড” সার্টিফিকেট অফ রিকগনিশন সম্মাননা পেয়েছেন দক্ষিণ সুরমার কৃতি সন্তান মোঃ জুহেদুর রহমান।
তিনি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ৬ নং লালাবাজার ইউনিয়নের জাফরাবাদ গ্রামের তালিবুর রহমান ও সাহেদা বেগম দম্পতির সন্তান।
জুহেদ হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ সম্পাদক ও আউটার রিজিওনের গভর্নর কাউন্সিলের ষ্টকপোর্ট এনএইস ট্রাষ্ট ফাউন্ডেশনে দীর্ঘদিন যাবত কাজ করার পাশাপাশি যুক্তরাজ্য কমিউনিটির জন্য ও কাজ করে যাচ্ছেন।
আলাপকালে মোহাম্মদ জুহেদুর রহমান জানান, তিনি বাংলাদেশি তথা স্থানীয় কমিউনিটির সেবায় কাজ করতে চান। বিশেষ করে তরুন প্রজন্মকে কাজে লাগিয়ে একটি সম্ভাবনায় জাতিতে পরিনত করতে তার চেষ্টা অব্যাহত থাকবে।আগামীর সফলতায় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
News Title :
ব্রিটিশ সিটিজেন এওয়ার্ড পেলেন দক্ষিণ সুরমার কৃতি সন্তান জুহেদুর রহমান
-
Reporter Name
- Update Time : ০৪:৫৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- ১ Time View
Tag :