জুড়ী প্রতিনিধি: আগামীতে ক্ষমতায় আসলে চা শ্রমিকদের কে শতভাগ ভাতার আওতায় আনবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।
শনিবার(২০ মে) মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের
শিলুয়া পোস্ট অফিস হতে পশ্চিম শিলুয়া খেয়াঘাট পর্যন্ত এক কোটি ৩৩ লক্ষ ৬৬ হাজার একশত টাকা ব্যয়ে রাস্তার পাকাকরন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন,জননেত্রী শেখ হাসিনার সরকার চা শ্রমিক বান্ধব সরকার।শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে চা শ্রমিকদের জীবনমান পরিবর্তনের লক্ষ্যে সবসময় কাজ করছে।প্রতিটি চা বাগানে প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে।যাতে তাদের ছেলেমেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রন্জন চন্দ্র দে এর সভাপতিত্বে ও গোয়ালবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অটল কৃষাণ সিংহ সিবেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, সিলেট এম এ জি মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ ফয়েজ আহমেদ,উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাসুক মিয়া, সহ সভাপতি এডভোকেট আব্দুল খালিক,যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস,শাহাব উদ্দিন লেমন,মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা,এলজিইডি প্রকৌশলী ননী গোপাল দাস,জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন,সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি,পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুহেল উদ্দিন, ফান্স ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ,গোয়ালবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদুল ইসলাম চৌধুরী মাছুম, সাধারণ সম্পাদক জহির উদ্দিন, রতনা চা বাগান পঞ্চায়েত সভাপতি সুমন ঘোষ,গোয়ালবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রকাশ গোয়ালা প্রমুখ।