ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০২৩
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

লাখো মানুষের উপস্থিতিতে আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ীর জানাযা সম্পন্ন

ডাক বাংলা
মে ১৮, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট থেকে আব্দুর রহমান তুহিন : লাখো মানুষের উপস্থিতিতে
সিলেটের শীর্ষ আলেম, জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম, শায়খুল হাদীস ও প্রধান মুফতি মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ীর জানাযা সম্পন্ন হয়েছে।
১৮ মে বৃহস্পতিবার বেলা আড়াইটায় সিলেটের ঐতিহ্যেবাহী শাহী ঈদগাহ মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা এনামুল হক জুনেদ।
মাওলানা জুনাইদ কিয়ামপুরী, আবুল খায়ের বিতঙ্গলী এর পরিচালনায় জানাযার নামাজপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মরহুমের কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সদরে এদারা ও জমিয়তের কেন্দ্রীয় আমীর আল্লামা শায়খ জিয়া উদ্দিন, আজাদী দ্বীনি এদারা বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল বছির সুনামগন্জী, ভার্থখলা মাদরাসার মুহতামিম মাওলানা মজদুদ্দিন আহমদ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী হেফাজতের ঢাকা মহানগরীর আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী,খেলাফত মজলিস নেতা মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা শামসুদ্দিন, মাওলানা শায়খ মুশতাক খান,মাওলানা আব্দুল মতিন,দরগাহ কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন মুফতি আবুল হাসনাত,দরগাহ মাদরাসার পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আতাউল হক জালালাবাদী, পরিবারের পক্ষে মরহুমের ছোট ভাই আতিকুল হক, ২য় ছেলে মাওলানা হাফিজ জাহেদ আহমদ। পরে মরহুমের লাশ দরগাহ মসজিদ প্রাঙ্গণে দাফন করা হয়।
উল্লেখ্য, আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী গতকাল বুধবার সন্ধ্যায় তিনি নিজ কর্মস্থল দরগাহ শাহজালাল রহ. মাদরাসায় স্ট্রোক করলে তাৎক্ষণিক সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ইন্তেকাল করেন।
আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ীর জানাযায় অংশ নিতে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ইসলাম প্রিয় মুসল্লীরা আসেন। সকাল থেকেই পুরো সিলেট জুড়ে মুসল্লীদের উপস্থিতি ছিলো লক্ষনীয়।