ঢাকামঙ্গলবার , ৯ মে ২০২৩
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

সিসিক নির্বাচন: ১৪মের মধ্যে আওয়ামী লীগের সেন্টার কমিটি জমার নির্দেশ

ডাক বাংলা
মে ৯, ২০২৩ ৩:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা : সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সেন্টার কমিটি গঠনের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। এ ব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটিও খুবই তৎপর।

শনিবার (৬ মে-২০২৩) আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সিলেট সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের প্রতিটি সেন্টার কমিটি গঠন প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন।

নির্দেশ অনুযায়ী সেন্টার কমিটিগুলো গঠনের কাজ আগামী ১৪ মের মধ্যে শেষ করতে হবে। ওই দিনই নির্বাচন পরিচালনা কমিটির দুই কো-চেয়ারম্যান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং দুই সদস্য সচিব জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের কাছে জমা দিতে হবে।

জানা গেছে, নির্দেশ পাওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট ওয়ার্ড ও সেন্টারগুলোর কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। তারা নির্ধারিত তারিখের আগেই কমিটির দায়িত্বশীলদের নাম নির্বাচন পরিচালনা কমিটির হাতে তুলে দেয়ার লক্ষ্যে কাজ করছেন।