বিশেষ প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারও গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের শাহপাড়া মসজিদ সংলগ্ন মাদানীয়া কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ কর্তৃক অনুমোদিত আল ইহসান ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত মাস ব্যাপি ক্বেরাত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৯ এপ্রিল ২০২৩ ইং ( ২৭ রমজান) বুধবার পুরুষ্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আল- ইহসান ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিচালক শাহপাড়া মসজিদ ও পাচপীরের মোকাম পরিচালনা কমিটির সেক্রেটারি আরিফুর রহমান শাহ এর সভাপতিত্বে ও কেন্দ্রের নাজিম শাহপাড়া জামে মসজিদের ইমামও খতিব ক্বারি মাওলানা জালাল উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দারুল হাদিস মাদ্রাসাতুল বানাত বাঘা গৌরাবাড়ির মুহতামিম
মাওলানা ফরিদ উদ্দিন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আল – ইহসান ফান্ডেশন এর পরিচালক মাওলানা শাহ ছালাহ উদ্দিন, মোহাঃ হাফিজ শাহ আদনান, কেন্দ্রের শিক্ষক হাফিজ ক্বারি আলা উদ্দিন, ক্বারি নিজাম উদ্দিন,মাওলানা হিফজুর রহমান, প্রমুখ।
শেষে প্রবাসি সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা ফরিদ উদ্দিন
।