ঢাকামঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ’র ঈদ সামগ্রী বিতরণ

ডাক বাংলা
এপ্রিল ১৮, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জুড়ী প্রতিনিধি : আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ তথা জেলা-৪ এর অন্যতম এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ’র পক্ষ থেকে তৈল,চিনি,সেমাই,ময়দা,দুধ,১৫ জন উপকারভোগী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও করা হয়।
আজ মঙ্গলবার (১৮ এপ্রিল ) বিকেলে জুড়ী কামিনীগঞ্জ বাজারস্থ. এনলাইটেনিং কনসালটেন্সি সেন্টারে ক্লাবের সভাপতি এপেঃ মাহবুবুর রহমান এঁর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব জুড়ি ভ্যালীর অতিত সভাপতি ন্যাশনাল অফিসিয়াল এপেঃ সিরাজুল ইসলাম,বর্তমান সভাপতি এপেঃ মোঃ হাবিবুর রহমান এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এর চার্টার প্রেসিডেন্ট এপেঃ মোঃ আব্দুল আজিজ, অতিত সভাপতি ন্যাশনাল অফিসিয়াল এপেঃ মোঃ তাজুল ইসলাম, সদ্য সভাপতি এপেঃ তোফাজ্জল হোসেন কামাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ আনিছুর রহমান শিপলু, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ ওমর ফারুক,ট্রেজারার এপেঃ পাপলু পাল, ,মেম্বারশীপ এন্ড এটেন্ডেন্স ডাইরেক্টর এপেঃ ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল আবেদিন রুবেল ,এপেক্স ক্লাব অব জুড়ি ভ্যালীর মেম্বারশীপ এন্ড এটেন্ডেন্স ডাইরেক্টর এপেঃ মোঃ বদরুল ইসলাম,ফ্লোর মেম্বার এপেঃ মোঃ ইমরান হোসেন, প্রো-এপেঃ মোহাম্মদ আরিফুল ইসলাম,মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ।