যুক্তরাজ্যের লেবার এন্ড কো- অপারেটিভ পার্টির কাউন্সিলর প্রার্থী হয়েছেন মোহাম্মদ জুহেদুর রহমান। তিনি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়নের জাফরাবাদ গ্রামের তালিবুর রহমান ও সাহেদা বেগম দম্পতির সন্তান। যুক্তরাজ্যের আসন্ন কাউন্সিল নির্বাচনে যুক্তরাজ্যের অন্যতম রাজনৈতিক দল লেবার এন্ড কো-অপারএটিভ পার্টির মনোনীত কাউন্সিলর প্রার্থী তিনি।
জুহেদ হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ সম্পাদক ও আউটার রিজিওনের গভর্নর কাউন্সিলের ষ্টকপোর্ট এনএইস ট্রাষ্ট ফাউন্ডেশনে কাজ করেন।
আলাপকালে মোহাম্মদ জুহেদুর রহমান জানান, তিনি বাংলাদেশি তথা স্থানীয় কমিউনিটির সবার সেবায় কাজ করতে চান। বিশেষ করে, সমাজের তরুণ ও যুব সমাজের সম্ভাবনা কাজে লাগাতে চান। বাংলাদেশি প্রবাসীদের যুক্তরাজ্যে বিভিন্ন মূলধারার রাজনীতিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে তিনি নির্বাচিত হলে তা হবে লন্ডনে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গৌরবের বিষয়।
তিনি দেশবাসীর কাছে দোয়া এবং আসন্ন ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন।