ঢাকারবিবার , ১৬ এপ্রিল ২০২৩
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাদক্ষিন উন্নয়ন সংস্হা ইউকে,র পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরন

ডাক বাংলা
এপ্রিল ১৬, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : প্রবাসীদের নিয়ে গড়া স্বনামধন্য সামাজিক সংগঠন ঢাকাদক্ষিন উন্নয়ন সংস্হা ইউকের পক্ষ থেকে গরিব অসহায় পরিবারের মাঝে আর্থিক উপহার প্রদান করা হয়েছে।

রবিবার (১৬ই এপ্রিল) গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ (দত্তরাইল) এর অফিস কক্ষে, ঢাকাদক্ষিন ইউনিয়ন এর বিভিন্ন গ্রামের প্রতিনিধিদের কাছে
নগদ অর্থ হস্তান্তর করা হয়।

এসময় প্রত্যেক ওর্য়াডের প্রতিনিধিদের হাতে প্রায় ৫ শতাধিক পরিবার কে নগদ ২ হাজার টাকা করে মোট ১০লক্ষ টাকার অনুদান বুঝিয়ে দেওয়া হয়। প্রত্যেক দায়িত্বশীল দের হাতে টাকা তুলে দেন ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ রেজাউল আমিন ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ রেজাউল আমিন ,ঢাকাদক্ষিন ইউপির ৫নং ওর্য়াডের সাবেক মেম্বার ও স্কুল গভর্নিং বডির সদস্য সেলিম আহমদ, ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার হোসাইন আহমদ, রেজাউল ইসলাম রাজু, ঢাকাদক্ষিন উন্নয়ন সংস্থা ইউকের সহ-অর্থ সম্পাদক জুবায়ের সিদ্দিকী প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, প্রতিষ্ঠার পর থকে সংগঠনটি এলাকার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রমজান মাসে গরীব-অসহায়দের মাঝে নগদ অর্থ প্রদান, চিকিৎসা সহায়তা প্রাকৃতিক ও অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের আর্থিক সহায়তা প্রদান সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিগত দিন গুলোতে এবং এরই ধারাবাহিকতায় আজকের এই নগদ অর্থ বিতরন,সকলের জন্য দোয়া ও সাফল্যতা কামনা করেন এবং সকল কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এমন মহতি উদ্যোগ নিয়ে কাজ করার জন্য সব সময় এলাকার মানুষের বিপদে মানবতার হাত সব সময় যেন প্রসারিত তাকে এই প্রত্যয় ব্যক্ত করেছেন,

এছাড়া ও অনুষ্টানে উপস্থিত ছিলেন,ঢাকাদক্ষিন উন্নয়ন সংস্হা ইউকের কার্য নির্বাহী সদস্য জনাব দেলোয়ার হোসাইন টিপু, উন্নয়ন সংস্হার বিভিন্ন ওর্য়াডের দায়িত্বশীল জনাব আতাউর রহমান উতু মিয়া, জনাব আনোয়ার মিয়া, জনাব লকু মিয়া, জনাব ময়নুল ইসলাম, জনাব রুবেল চৌধুরী, জনাব আনোয়ার হুমায়ুন, জনাব হাফিজ সুন্না, জনাব সায়েল আহমদ, জনাব আব্দুস সামাদ, জনাব জমাদ আহমদ, জনাব ফারুক মিয়া, জনাব আব্দুল করিম কাসিমী প্রমুখ।

নগদ অর্থ বিতরন শেষে উপস্থিত সকল অতিথি বৃন্দ ঢাকাদক্ষিন উন্নয়ন সংস্হা ইউকের সভাপতি নুর উদ্দিন শানুর মিয়া, সাধারণ সম্পাদক ইয়ামিম হোসেন দিদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ শামিম আহমদ সহ ঢাকাদক্ষিন উন্নয়ন সংস্হার কার্যকরী কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে এর এই মহৎ উদ্যোগে যারা শরীক হয়েছেন ও সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সবার সুস্বাস্থ্যে ও দীর্ঘয়ু কামনা করেন।