ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০২৩
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

জুড়ীতে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল

ডাক বাংলা
এপ্রিল ১৫, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি :জুড়ীতে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর পক্ষ থেকে ৫০ জন উপকারভোগী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ঈদ সামগ্রীর মধ্যে ছিল- তৈল, চিনি, সেমাই, ময়দা, দুধ, সাবান।শনিবার (১৫ এপ্রিল) বিকেলে জুড়ী গুদাম রোডে ঈদ সামগ্রী বিতরণ ও মান্না সালওয়া চাইনিজ রেষ্টুরেন্টে ইফতার মাহফিলে ক্লাবের সভাপতি এপে. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক পিডিজি এপে. শাহেদুর রহমান শাহেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা-৪ এর গভর্নর এপে. অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা-৪ সেক্রেটারি এপে. জামিল বিন মিজান চৌধুরী, এপেক্স ক্লাব অব সুরমা ভিউর প্রতিষ্ঠাতা সভাপতি এপে. মো. আদিল হোসেন, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর অতিত সভাপতি এপে. সিরাজুল ইসলাম, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউর চার্টার প্রেসিডেন্ট এপে. মো. আব্দুল আজিজ, সাবেক সভাপতি এপে. মো. তাজুল ইসলাম, বর্তমান সভাপতি এপে. মাহবুবুর রহমান, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সাবেক সভাপতি এপে. নাজিম উদ্দীন মানিক, সাবেক সভাপতি এপে. এম রাজু আহমদ, সদ্য সাবেক সভাপতি এপে. আনোয়ার হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. নোমান আহমদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. হাসান আহমদ, ট্রেজারার এপে. আতিকুর রহমান, সেবা পরিচালক এপে. মিজানুর রহমান বাবলু, মেম্বারশীপ এন্ড এটেন্ডেন্স ডাইরেক্টর এপে. মো. বদরুল ইসলাম, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডাইরেক্টর এপে. মো. হাবিবুর রহমান হাবিব, ফ্লোর মেম্বার এপে. ডা. স্বপন তালুকদার, এপে. ডেন্টিস রাজীব দাশ, এপে. ইমতিয়াজ আহমেদ নাঈম, বিশিষ্ট সমাজসেবক ও রেমিট্যান্স যোদ্ধা নজরুল ইসলাম ও বিশিষ্ট সমাজসেবক জামাল উদ্দিন, সংবাদকর্মী সালমান হোসেন প্রমুখ।ইফতার মাহফিলের পূর্বে নবাগত ৪ জন এপেক্সিয়ানদেরকে জাতীয়সেবা পরিচালক ও জেলা-৪ গভর্নর কোর্ট পিন পড়িয়ে ক্লাবে তাদেরকে আনুষ্ঠানিকভাবে সদস্য করা হয়।অনুষ্ঠানে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।