ঢাকাশুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র নববর্ষ উদযাপন

ডাক বাংলা
এপ্রিল ১৪, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস’র উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন ও কৃষকদের মাঝে পোশাক বিতরণ করা হয়।

শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকার সময় ক্লাব প্রেসিডেন্ট এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপে. আক্তার হোসেন খান।

উক্ত অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের লাছুমারা হাওড়ে আগত কৃষকদের মাঝে কৃষকদের মাঝে লুঙ্গি, গেঞ্জি ও গামছা বিতরণ করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপে. শাহেদুর রহমান, জেলা-৪ গভর্নর এপে. এড. মো. জালাল উদ্দিন, জেলা-৪ সেক্রেটারী এপে. জামিল চৌধুরী, সাবেক জেলা-৪ সেক্রেটারী এপে. নাজমুল হুদা।
আরো উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র সভাপতি এপে. মো. আদিল হোসেন, গ্রীন হিলস ক্লাবের সদ্য অতিত সভাপতি এপে. কৃষিবিদ এ. কে. আজাদ ফাহিম, অতিত সভাপতি এপে. এড. শাহিনুল ইসলাম, সেক্রেটারী এপে. হোসেন আহমদ, সেবা পরিচালক এপে. ইয়াসিন আলী প্রমূখ।