গতকাল ২১ রমজান ২০২৩ প্রবাসীভাইবোনদের অর্থায়নে ও আজহার রহমান চৌধুরী ব্যবস্থাপনায় নগরীর হযরত শাহ অলিউল্লাহ রহ, জামিয়া ইসলামিয়া রইসুল উলুম মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করা হয় এতে উপস্থিত ছিলেন আহাম্মদ রব জাকির আহমদ শুভ আহমদ মামুন আহমদ আরিফ আহমদ প্রমুখ।