মাহে রমজান উপলক্ষে এপেক্স বাংলাদেশের আহবানে জেলা-৪ এর মাস ব্যাপি ইফতার বিতরন অব্যাহত।
আজ ১০ এপ্রিল সোমবার সিলেট নগরীর আম্বরখানাস্থ রিযাজুল জান্নহ হাফিজিয়া মাদ্রাসা ছাত্রদের মাঝে এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র আয়োজনে ইফতার বিতরন করা হয়।
ইফতার বিতরণ কালে উপস্থিত ছিলেন ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান শাহদুর রহমান শাহেদ, জিডি ৪ এপেক্সিয়ান এ্যাডভোকেট জালাল উদ্দিন, লাইফ গভর্নর এপেক্সিয়ান আখতার হোসেন খানঁ, ডিস্টিক ৪ সেক্রেটারি
এপেক্সিয়ান জামিল চৌধুরী, এপেক্স ক্লাব অব সিলেট মেট্রোপলিটন এর পাস প্রেসিডেন্ট এপেক্সিয়ান এ্যাডভোকেট মাসুদ আহমদ চৌধুরী মহসিন, এপেক্স ক্লাব অব সুরমাভিউ এর সেক্রেটারি এন্ড ডিএন এ এপেক্সিয়ান মোহাঃ হাফিজ শাহ আদনান, এপেক্স ক্লাব অব সুরমাভিউ এর বোর্ড মেম্বার এপেক্সিয়ান আব্দুর রহমান তুহিন, এপেক্সিয়ান আব্দুল কাদির জুনাইদ প্রমুখ।