দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে সাউথ সুরমা এডুকেশন সোসাইটির উদ্যোগে ও হযরত আবুদৌলত-জাকারিয়া র. মডেল মাদরাসার আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষাবিদ হাফিজ মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে ও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহমান সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ আব্দুল হান্নান।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক সিনিয়র শিক্ষক মাষ্টার আব্দুল কুদ্দুস, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা পীর মোঃ ফয়জুল হক ইকবাল, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খাঁন, ল্যান্ডমার্ক সিলেট প্রাঃ লিমিটেড এর ডিএমডি মাষ্টার বদরুল ইসলাম, মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী কামরুজ্জামান খাঁন ফয়সল, মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল মুহিত, মাদরাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মাওলানা মাহবুব আলম চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা লুৎফুর রহমান, হযরত আলী (রাঃ) একাডেমী এন্ড কমপ্লেক্সের সভাপতির ডাঃ গিয়াস উদ্দীন, লালাবাজার কিন্ডারগার্টেন এর পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, সাউথ সুরমা এডুকেশন সোসাইটির সাধারন সম্পাদক সৈয়দ বেলায়েত আলী লিমন, সোসাইটির সহ-সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আনহার, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লালাবাজার এজেন্ট শাখার ইনচার্জ নজরুল ইসলাম, লালাবাজার ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার শহীদ রেজা, বাঘরখলা গ্রামের বিশিষ্ট মুরব্বী শাহ তালেবুর রহমান, কিশোরকন্ঠ পাঠক ফোরাম দক্ষিণ সুরমা শাখার পরিচালক ইয়াকুব আলী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার হিফজ শাখার ছাত্র তুফায়েল আহমদ। মোনাজাত পরিচালনা করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাফিজ মাওলানা ফারুক আহমদ। বিজ্ঞপ্তি