আহমদ রাহিম : যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানরীর সহ সভাপতি আব্দুল কাদির জুনাইদ অসুস্থ। তিনি উইমেন্স মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ আব্দুল কাদির জুনাইদ দলের সকল পর্যায়ের নেতাকর্মীর কাছে রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।
এদিকে অসুস্থ এই যুবনেতাকে দেখতে গতকাল (২এপ্রিল রবিবার ) উইমেন্স মেডিকেলে যান যুব জমিয়ত সিলেট মহানরীর সভাপতি মাওলানা কবির আহমদ ও সাধারণ সম্পাদক মুফতি বাহরুল আমীন।
নগর নেতৃবৃন্দ কিছু সময় অসুস্থ আব্দুল কাদির জুনাইদের পাশে অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন ও আশুরোগমুক্তি কামনা করেন।