নিউজ ডেস্ক :রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ার এর মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার (৩০ মার্চ) নগরীর সোবহানীঘাটস্হ
হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি রোটারিয়ান মাও. মওদুদ আহমদের সভাপতিত্বে সেক্রেটারি রোটারিয়ান নুরুল ইসলাম রুপন এর পরিচালনায় মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সিলেট সবুজ কুড়ির শিল্পি গোষ্ঠীর ক্বিরাত পরিচালক ক্বারী মাওলানা মারুফ আহমদ ।
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ার এর প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মকছুদুর রহমান চৌধুরী এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ইন্টারন্যাশনাল ( ডিস্ট্রিক্ট ৩২৮২) এর গভর্নর নিমিনী পিপিএএইচ এম ফয়ছল আহমদ এমপিএইচএফ।
উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু সালেহ মোহাম্মদ কুতবুল আলম,
এরিয়া ডিরেক্টর ২০২৩-২৪ পিপি এ কে এম সামছুল হক দিপু পিএইচএফ,ডেপুটি গভর্নর -রোটারিয়ান নাজমুল ইসলাম খছরু,
জোনাল সেক্রেটারি রোটারিয়ান হাসান কবির চৌধুরী,এসিটেন্ট গভর্নর রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল,রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ার এর রোটারিয়ান মাহবুব ইকবাল মুন্না ( এসাইন এসিস্ট্যান্ট গভর্নর পিপি), রোটারিয়ান আমিরুল ইসলাম (আইপিপি),রোটারিয়ান সালেহ আহমদ ( ট্রেজারার), রোটারিয়ান শাহ মোঃ তাজুল ইসলাম ( জয়েন্ট সেক্রেটারি ইলেক্ট), রোটারিয়ান এস কে জাবেদ ( ক্লাব ডিরেক্টর), রোটারিয়ান দ্বিন ইসলাম রানা, রোটারিয়ান আসাদ উদ্দিন, রোটারিয়ান ওলিউর রহমান মাসুম,
শাহজালাল ডি ওয়াই কামিল মাদ্রাসার শিক্ষক আরিফুল হক সরকার, মাওলানা মোস্তাক আহমদ, ক্বারী মাওলানা আতাউর রহমান, ক্বারী সালেহ আহমদ প্রমুখ।
ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন হাজী নওয়াব আলী জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা বেলাল আহমদ।