ঢাকাThursday , 30 March 2023
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমায় বিষপানে ছাত্রীর মৃত্যু

ডাক বাংলা
March 30, 2023 12:50 pm
Link Copied!

সিলেটের দক্ষিণ সুরমায় বিষপানে সমাপ্তি রাণী বৈষ্ণব (২০) নামে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার(২৯মার্চ) রাত সাড়ে ১০টায় দক্ষিণ সুরমার বদিকোনো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সমাপ্তি রাণী বৈষ্ণব (২০) নর্থ ইস্ট নার্সিং কলেজের ডিপ্লেমা বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী ও হবিগঞ্জের বানিয়াচংয়ের মৃত কালীবাসী বৈষ্ণবের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার এসআই শাফি মাহমুদ রাসেল।

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার বদিকোনাস্থ একটি হোস্টেলে ভাড়া থাকতেন সমাপ্তি রাণী বৈষ্ণব (২০)।বুধবার (২৯মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রাসায়নিক দ্রব্য (বিষ) পানে করেন।পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া।সেখানে অবস্থার অবনতি ঘটলে এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার এসআই শাফি মাহমুদ রাসেল বলেন, ‌‘তদন্ত হলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’