সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বুধবার বালাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামে ১০ম শ্রেণির স্কুল ছাত্রী সুমাইয়া বেগমের বাড়ীতে যান। এ সময় তিনি সুমাইয়ার মা-বোনদের দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি অমানবিক এ-হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে দ্রুততার সহিত আসামিদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার রোজিনা আক্তার, বোয়ালজুর ইউনিয়নের চেয়ারম্যান এবং বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আনহার মিয়া ও বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমাপ্রসাদ চক্রবর্তী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে স্কুলছাত্রী সুমাইয়া হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে
উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন শহীদ সুমাইয়া সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
২৯ মার্চ বুধবার দুপুরে সংগ্রাম পরিষদের ১৭ সদস্য স্বাক্ষরিত এ স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রদান করা হয়।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ সুমাইয়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে এলাকায় শান্তি রক্ষার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
জানা যায়, গত ২২ মার্চ বালাগঞ্জ উপজেলা বোয়ালজুর ইউনিয়নের বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া দশম ছাত্রী সুমাইয়া খুন হয়। পেকুয়া ব্রিজের আশপাশ ঝোঁপ-জঙ্গল থেকে বিকেলে তাঁর লাশ উদ্ধার করে বালাগঞ্জ থানা পুলিশ। ২৩ মার্চ নিহতের ভাই ইসকন্দর মিয়া বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলা নং-০৬। সুমাইয়া বোয়ালজুর ইউনিয়নের নুরপুর (হেকিম আলী) গ্রামের আইন উল্যার কনিষ্ঠ মেয়ে। ইতিমধ্যে সুমাইয়া হত্যা মামলায় সন্দেহজনক ভাবে লিটন মিয়া নামের একজন কে আটক করেছে বালাগঞ্জ থানা পুলিশ।