ঢাকাবুধবার , ২৯ মার্চ ২০২৩
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

বালাগঞ্জে স্কুলছাত্রী সুমাইয়া হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ইউএনও বরাবরে সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ

ডাক বাংলা
মার্চ ২৯, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

বালাগঞ্জে স্কুলছাত্রী সুমাইয়া হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে
উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন শহীদ সুমাইয়া সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
২৯ মার্চ বুধবার দুপুরে সংগ্রাম পরিষদের ১৭ সদস্য স্বাক্ষরিত এ স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রদান করা হয়।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ সুমাইয়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে এলাকায় শান্তি রক্ষার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

জানা যায়, গত ২২ মার্চ বালাগঞ্জ উপজেলা বোয়ালজুর ইউনিয়নের বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া দশম ছাত্রী সুমাইয়া খুন হয়। পেকুয়া ব্রিজের আশপাশ ঝোঁপ-জঙ্গল থেকে বিকেলে তাঁর লাশ উদ্ধার করে বালাগঞ্জ থানা পুলিশ। ২৩ মার্চ নিহতের ভাই ইসকন্দর মিয়া বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলা নং-০৬। সুমাইয়া বোয়ালজুর ইউনিয়নের নুরপুর (হেকিম আলী) গ্রামের আইন উল্যার কনিষ্ঠ মেয়ে। ইতিমধ্যে সুমাইয়া হত্যা মামলায় সন্দেহজনক ভাবে লিটন মিয়া নামের একজন কে আটক করেছে বালাগঞ্জ থানা পুলিশ।
শহীদ সুমাইয়া সংগ্রাম পরিষদ এর সদস্য মতিউর রহমান জানান, স্কুলছাত্রী সুমাইয়া হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সংগ্রাম পরিষদ ধারাবাহিক ভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে। আসামী গ্রেফতার না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। তিনি অবিলম্বে দোষীদের গ্রেফতারের জন্যে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
এদিকে বুধবার দুপুরে অজ্ঞাতনামাদের হাতে নিহত স্কুল ছাত্রী সুমাইয়ার বাড়ীতে যান সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। তিনি সুমাইয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং সহমর্মিতা জানান।