ঢাকামঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জনতা ব্যাংকের স্বাধীনতা দিবস পালন

ডাক বাংলা
মার্চ ২৮, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

জনতা ব্যাংক লিমিটেড,সিলেট বিভাগীয় কার্যালয় কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ২৬ মার্চ রবিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পকস্তবক অর্পণ শেষে বিভাগীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়, সিলেট এর মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ।
তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চ পাকিস্তান হানাদান বাহিনী পূর্ব পরিকল্পনা করে এদেশের নিরীহ জনতার উপর ঝাঁপিয়ে পড়েছিল। বহু মানুষ এ গণহত্যার স্বীকার হয়েছে । যার ফলশ্রুতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হানাদান বাহিনীর বিরুদ্ধে ২৬ মার্চ থেকে প্রায় ৯ মাসব্যাপী যুদ্ধ করে এ দেশের আপামর জনসাধারণ দেশকে ১৬ ডিসেম্বর স্বাধীন করে। তাই এ দেশ এমনি এমনি হয় নাই, অনেক ত্যাগ তিতীক্ষার ফসল। আমাদের সভার উচিত এ স্বাধীনতার মর্যাদা সমুন্নত রেখে প্রত্যেকের অবস্থান থেকে দেশ গঠনে অংশগ্রহণ করা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক দেবাশিস্ দেব।
সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কার্যালয়, সিলেট এর উপমহাব্যবস্থাপক রনজিত লাল সোম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈদেশিক বিনিময় কর্পোরেট শাখা, সিলেট এর সহকারী মহাব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, এরিয়া অফিস, সিলেট এর সহকারী মহাব্যবস্থাপক মাধব রাম পালসহ সিলেট অঞ্চলে কর্মরত শাখা ব্যবস্থাপক,কর্মকর্তা ও কর্মচারীগন।