ঢাকাTuesday , 28 March 2023
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

ডাক বাংলা
March 28, 2023 5:08 pm
Link Copied!

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় মঙ্গলবার (২৮ মার্চ ২০২৩) সকাল ১০ টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ প্রণোদনার সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ছাতক উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন ছাতক উপজেলার চেয়ারম্যান ফজলুর রহমান।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে ছাতকের উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক উপজেলা পরিষদের উপজেলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত বক্তব্য রাখেন।

এ ছাড়াও ছাতক উপজেলার উপসহকারী কৃষি অফিসারগণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থ বছরের খরিপ ১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় আওতায় ছাতক উপজেলার ২৭০০ জন কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হবে।