নিজস্ব সংবাদদাতা : ৭ এপিবিএন( আর্মড পুলিশ ব্যাটালিয়ান) এর মাসিক কল্যাণ ও অপরাধ সভা ২২ মার্চ বুধবার ১১টায় খাগড়াছড়িস্হ ৭ এপিবিএনের অস্হায়ী কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিটের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) খোঃ ফরিদুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (সহ-অধিনায়ক), কাজী মোঃ আবদুর রহীম।
অনলাইনে জুম (সফটওয়্যার) এর মাধ্যমে সংযুক্ত ছিলেন সদর দপ্তর, লালাবাজার সিলেট হতে সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান, রিয়ার সদর, আশুলিয়া, ঢাকা হতে সহকারী পুলিশ সুপার (এ্যাডজুটেন্ট) মোঃ এনামুল হক ও সহকারী পুলিশ সুপার (অপ: এন্ড ইন্টে: উইং) আবুল হাসান মোঃ যায়ীদ এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পসহ সকল ক্যাম্পের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
সভায় অধিনায়ক উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও তা শীঘ্রই সমাধানে আশ্বস্তসহ শৃঙ্খলার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণের মধ্যে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করেন।