আবু তালহা তোফায়েল :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ছাত্র সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
১৯ মার্চ (রবিবার) বিকাল ৩টায় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি হাফিজ জাকির হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওলিউর রহমান ও আব্দুল্লাহ সালমানের যৌথ পরিচালনায় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে অতিথিদের মধ্যে বক্তব্যে রাখেন গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সভাপতি প্রিন্সিপাল আব্দুল আজিজ, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম বৌলগ্রামী, সহ-সভাপতি ফরিদ উদ্দিন কয়েছ, আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, সহ-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, রফিক আহমদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক লুকমান হাকিম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ডাক্তার আবুল খায়ের, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক আবুল হাসানাত, আব্দুল আহাদ, হেলাল আহমদ প্রমুখ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ছাত্র জমিয়ত হচ্ছে যোগ্যতা ও আনুগত্যের সংগঠন। এখানে পদপদবী দেওয়া হয় না, বরং দায়িত্ব অর্পণ করা হয়৷ আর এটাই হচ্ছে ছাত্র জমিয়তের আলাদা এক বৈশিষ্ট্য। কালের আবহে ঢেকে যায়নি, জমিয়তের সোনালী ইতিহাস স্বাক্ষী যে, মিল্লাতের প্রয়োজনীয় খোরাক মিটাতে এবং ভিনদেশীয় ষড়যন্ত্র ও আগ্রাসন বন্ধে অগ্রণী ভূমিকা পালন করে জমিয়ত। শায়খুল হিন্দ ও শায়খুল ইসলাম মাদানি রাহিমাহুমুল্লাহ থেকে আজ অব্দি দীর্ঘ এক’শ বছর থেকে উম্মাহর, দেশ ও দশের বৃহৎ স্বার্থে কাজ করে যাচ্ছে জমিয়ত। আর জমিয়তের আগামীর নেতৃত্ব তৈরী করতে রীতি অনুযায়ী আজকের ছাত্র সংগঠনের এই কাউন্সিল। নতুন নেতৃত্ব যারা আসবে তারা তাদের সবটুকু দিয়ে এই অঞ্চলের বর্তমান দিকভ্রান্ত ছাত্র সমাজকে ফিরিয়ে আনবে সাদাকালো ন্যায়-ইনসাফপূর্ণ পতাকার তলে।
পরিশেষে ইকরামুল হক জাবেরকে সভাপতি, আব্বাস বিন মাহমুদকে সিনিয়র সহ-সভাপতি, হাফিজ আব্দুল্লাহ মাহফুজকে সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ বিন দুলালকে যুগ্ম-সম্পাদক ও আব্দুল আহাদ রাসেলকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৩-২৪ দুইবছর মেয়াদি ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সিলেট জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক লুকমান হাকিম।