যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক, ই বাংলা সম্পাদক সৈয়দ নাদির আহমদের লেখা বই ‘ইতিহাসে ভাদেশ্বর সৈয়দবাড়ী গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
এ উপলক্ষে ১৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে মিডিয়াগাইড ও দোআশ এর যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় হুইপ, সাবেক এমপি মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি তার বক্তৃতায় বলেন, যে কোনো বিষয়ে সঠিক ইতিহাস পেতে হলে কাউকে না কাউকে এর সূচনা করতে হয়। সেটি নিয়ে তখন পক্ষে বিপক্ষে আেলাচনা হয়। সেখান থেকে সঠিক ইতিহাস বেরিয়ে আসে। আর যে জাতি যত সমৃদ্ধ তার ইতিহাস তত বেশী সমৃদ্ধ। এজন্য ইতিহাস নিয়ে নানা চর্চা করেন,লেখালেখি করেন তাদেরকে অনুপ্রেরণা দেয়া উচিত।
বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ ও সাংবাদিক মো : ফয়ছল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী , বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি অধ্যক্ষ কালাম আজাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব । অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সমাজসেবা সম্পাদক এডভোকেট দেলওয়ার হোসেন দিলু, বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ আব্দুল মালিক , দি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, সিলেট বেতারের উপস্থাপিকা সৈয়দা হাসনা, পল্লিবিদ্যুত সমিতির অফিসার সৈয়দ মুহিত আলী, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী । অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বইয়ের মোড়ক উন্মোচন করেন । এসময় মিডিয়া গাইডের পক্ষ থেকে সিলেট সফররত সাংবাদিক নাদির আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় । উল্লেখ্য বইয়ের উদ্ভোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলনমেলায় রুপ নেয় । অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা সৈয়দ আব্দুল কুদ্দুস।