রোটারি জেলা ৩২৮২ এর ২০২৩-২৪ রোটাঃ বর্ষের
দুদিন ব্যাপী প্রেসিডেন্ট ইলেক্ট ট্রেনিং সেমিনার ( PETS) ১০ ও ১১ মার্চ পর্যটন নগরী
কক্সবাজারের একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়।
পেটস ইভেন্ট চেয়ার পিপি জালাল উদ্দিন বাবলুর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর রুহেলা খান চৌধুরী, গভর্নর ইলেক্ট ইন্জিনিয়ার মতিউর রহমান, ফিউচার ফাস্ট লেডি পিপি সামিনা ইসলাম, ফিউচার ডিস্ট্রিক্ট ট্রেইনার পিডিজি আব্দুল আহাদ, পিডিজি মনজুরুল হক চৌধুরী, পিডিজি দিল নাশিঁন মোহসেন , ডিজিএন এ এইচ এম ফয়সাল আহমেদ, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ এর ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট আশরাফুজ্জামান নান্নু,পাস্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি কামরুজ্জামান টিপু,ডিস্ট্রিক্ট ট্রেজারার ইলেক্ট মোঃ মাসুম, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ডিস্ট্রিক্ট সেক্রেটারি ইলেক্ট পিপি মোহাম্মদ আকবর হোসাইন, এক্সকিউটিভ ডিস্ট্রিক্ট সেক্রেটারি ইলেক্ট পিপি শামসুল আলম রিপন, ডিস্ট্রিক্ট ট্রেজারার ইলেক্ট পিপি আসাদুল হক, বর্তমান ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি মোহাম্মদ শাহজাহান, প্রোগ্রাম জয়েন্ট সেক্রেটারি শাহরিয়ার মজুমদার আরিফ, রেজিস্ট্রেশন চেয়ার পিপি মমিনুল হক চৌধুরী, ডিস্ট্রিক্ট চীফ সার্জেন্ট এট আর্মস সিপি মোঃ নজরুল ইসলাম নান্টু সহ ডিস্ট্রিক্ট অফিসিয়াল, ট্রেইনার ও ১৩৭ জন প্রেসিডেন্ট ইলেক্ট ট্রেনিং এ অংশগ্রহণ করেন।
রোটারি ক্লাব অব ফেনী সেন্ট্রাল কতৃক আয়োজিত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইলেক্ট ট্রেনিং সেমিনারে আগামী বছরের নতুন কর্ম পরিকল্পনা নিয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়।