ঢাকাশনিবার , ১১ মার্চ ২০২৩
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনকে এডভোকেট এমএ রকিবের অভিনন্দন

ডাক বাংলা
মার্চ ১১, ২০২৩ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুর রকিব এক বিবৃতিতে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন হিজাব পরে ওয়েলসের প্রিন্স উইলিয়ামকে সাথে নিয়ে হেইস মুসলিম সেন্টারের কার্যক্রম পরিদর্শন করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এডভোকেট এমএ রকিব অভিনন্দন বার্তায় বলেন, ব্রিটিশ রাজবধূ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহকারী স্বেচ্ছাসেবকদের কার্যক্রম পরিদর্শন করে নিজেকে এক অন্যন্য উচ্চতায় নিয়ে গেছেন। যা গোটা মুসলিম জাতির জন্য উৎকৃষ্ট উদাহরণ। শুধু তাই নয়, মুসলিম রীতি অনুযায়ী হিজাব পরে ক্ষতিগ্রস্ত মুসলমানদের পাশে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন সমগ্র মুসলমান এক ও অভিন্ন। এটি পরবর্তী প্রজন্মের জন্য উৎকৃষ্ণ উদাহরণ।
তিনি বলেন, ব্রিটিশ রাজবধূ চাইলে ভিডিও গ্রাফির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সাহায্য কার্যক্রম দেখতে পারতেন। কিন্তু তিনি তা না করে স্বশরীরে সেখানে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের সহানুভূতি দেখিয়ে সহযোগিতার হাত প্রসারিত করেছেন। তা পৃথিবীর মুসলমানদের জন্য এক বিরাট মাইল ফলক। তিনি ব্রিটিশ রাজবধূর সার্বিক সফলতা ও আগামীর সফলতা কামনা করেন।