ঢাকাশনিবার , ৪ মার্চ ২০২৩
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

গুজবে প্রতারিত হচ্ছেন প্রবাসীরা

উপ-সম্পাদক, শহীদ আহমদ
মার্চ ৪, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

পর্তুগাল ভাষাভাষী দেশ গুলোর নাগরিকদের জন্যে পর্তুগাল সরকার বিশেষ একটি আইন করে ঝুলে থাকা অধিবাসী প্রত্যাশীদের নিয়মিত করার লক্ষে একটি আইন পাশ করে। সেটিকে কেন্দ্র করে কয়েক দিন থেকে সোশ্যাল মিডিয়ায় নানান গুজবে ভরপুর।

ইউরোপে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরা ইউরোপের বিভিন্ন দেশে প্রথমে লিগ্যাল হওয়ার চেষ্টা করেন। যখনই ইউরোপের অন্যান্য দেশে লিগ্যাল হতে ব্যর্থ হন। তখনই অধিবাসীদের স্বর্গরাজ্য খ্যাত পর্তুগালে সর্ব শেষ লিগ্যাল হওয়ার চেষ্টা করেন। কারণ,পর্তুগালে লিগ্যাল এবং নাগরিকত্ব পাওয়া সবচেয়ে সহজ।

কিন্তু বর্তমানে কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে কিছু নতুন নতুন ফেইসবুকার এবং ইউটিউবাররা সেফ এবং পর্তুগালের এমিগ্রেশন সংক্রান্ত আইনের অপব্যখ্যা করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানান রকম চটকদার মিথ্যা বিজ্ঞাপন দিয়ে সহজ সরল প্রবাসীদের প্রতারিত করছেন।

অনেকেই তাদের চটকদার মিথ্যা বিজ্ঞাপন দেখে চড়া দামে বাংলাদেশ থেকে ইমারজেন্সী পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করেন এবং পর্তুগালে নিয়মিত কাজ না থাকায় বাধ্য হয়ে কাজের কন্টাক্ট,সুসাল,ফিনান্স,জুন্তা,ইত্যাদি কিনছেন। এরধারা এক প্রকার অসাধু আদম ব্যবসায়ী লাভবান হচ্ছে বিপরীতে সাধারন সহজ সরল প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বেশ কয়েকজন সিনিয়র সিটিজেন দৈনিক ডাক বাংলার সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করে বলেন মাঝে মাঝে পর্তুগালের মূখোশধারী কিছু আদম ব্যবসায়ীরা তাদের ব্যবসা চাঙ্গা রাখার স্বার্থে বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন এবং গুজব ছড়িয়ে নতুনদের লুটে তাদের পকেট ভারি করেন।

এমতাবস্থায় সিনিয়র সিটিজেনদের পরামর্শ হলো নতুন যে বা যারাই আছেন আপনারা এই সব আদম ব্যবসায়ী এবং ফেইসবুকার এবং ইউটিউবার এর কথায় সাথে সাথে পেনিক না নিয়ে একটু ধৈর্য ধরে এদেশের সেফ, এমিগ্রেশন বা ভালো বিশ্বস্ত কোনো উকিল থেকে নির্ভরযোগ্য তথ্য নিয়ে কাজ করবেন। তাহলে আর প্রতারিত হবেন না।